ঈদে জাকের পার্টির ৮০টি জামাত
১ জুন ২০১৯ ২১:৩০ | আপডেট: ১ জুন ২০১৯ ২১:৪৫
ঢাকা: পবিত্র ঈদুল ফিতরে জাকের পার্টি রাজধানী ঢাকাসহ সারাদেশে ৮০টি ঈদ জামাতের আয়োজন করবে।
জাকের পার্টির প্রেস সেক্রেটারি শামীম হায়দারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। টানা আট বছর ধরে জাকের পার্টি দেশজুড়ে এমন ঈদ জামাতের আয়োজন করে আসছে।
জাকের পার্টির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের প্রকৃত মহিমা ও তাৎপর্যের আলোকে ধনী-গরীব নির্বিশেষে সবার মধ্যে হৃদ্যতা তৈরি করে। ঈদের খুশিকে অর্থবহ করা ও প্রকৃত ইসলামের উদার ভাবধারায় শান্তি, ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে দেশ ও জাতির অগ্রগতির ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই জাকের পার্টি প্রতিবছর ঈদ জামাত আয়োজন করে আসছে।
শামীম হায়দার জানান, এবার রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ অংশে দুইটি এবং দেশব্যাপী মহানগর, জেলা সদর ও সাংগঠনিক জেলায় আরও ৭৮টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সব জামাত অনুষ্ঠিত হবে একযোগে সকাল সাড়ে ১০টায়।
কেবল ঈদ জামাত আয়োজনই নয়, জাকের পার্টি ঈদ জামাতের ভেন্যুতে ঈদের আগের দিন রোজাদারদের নিয়ে সমাপনী ইফতার মাহফিলও আয়োজন করবে। এছাড়া, প্রতিটি ঈদ জামাতে সাম্যের বার্তা নিয়ে ধনী-গরীব সব স্তরের মানুষকে এক কাতারে বসিয়ে ঐতিহ্যবাহী ঈদ খাবারে আপ্যায়ন করা হবে।
ফাইল ছবি
সারাবাংলা/এসএইচ/টিআর