Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্রীসহ ২ জনের মৃত্যু


২৯ মে ২০১৯ ১০:৫৯ | আপডেট: ২৯ মে ২০১৯ ১১:১৫

ঝিনাইদহ: ঝিনাইদহে পোড়াহাটিতে মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্রীসহ দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্কুলছাত্রী তাসলিমা (১৪) পোড়াহাটি গ্রামের আবুল কাশেমের মেয়ে ও মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। দুর্ঘটনায় মৃত আরেকজন এনামুল (১৮), তিনি ঘোড়ামারা গ্রামের মোহন ফকিরের ছেলে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, ঢাকা থেকে একটি মাইক্রোবাস ঝিনাইদহের দিকে আসছিল। পথে পোড়াহাটি পৌঁছালে একই দিকে যাওয়া একটি বাইসাইকেলকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। ওই সাইকেলেই ছিলেন এনামুল। এরপর মাইক্রোবাসটি একটু সামনে এগিয়ে পথচারী স্কুলছাত্রী তাসলিমাকে চাপা দেয়। পরে গাড়িটি রাস্তার পাশে উল্টে পড়ে।

দিলীপ কুমার জানান, ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাসলিমা ও এনামুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তদের মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/টিআর

ঝিনাইদহ দুর্ঘটনা মাইক্রোবাসের ধাক্কা স্কুলছাত্রীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর