Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপহর‌ণের তিন‌ দিন পর আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার


২৫ মে ২০১৯ ১৪:৩৬ | আপডেট: ২৫ মে ২০১৯ ১৪:৩৮

বান্দরবান: অপহর‌ণের তিন‌ দিন পর বান্দরবান পৌরসভার ৫নং ওয়া‌র্ডের সা‌বেক ক‌মিশনার ও পৌর আওয়ামী লীগের সহ সভাপ‌তি চথোয়াইমং মারমা‌র মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। শনিবার (২৫ মে) দুপু‌রে রাজ‌বিলার জর্ডান পাড়া থে‌কে তার মরদেহ উদ্ধার করা হয়। ২২ মে রা‌তে তা‌কে বালাঘাটার চড়ুই পাড়ার মুখ থে‌কে অপহরণ করা হয়।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয়রা  জর্ডান পাড়ার কা‌ছে মরদেহটি দেখ‌তে পে‌য়ে পুলিশ‌কে খবর দেয়। খবর পে‌য়ে পুলিশ ঘটনাস্থ‌লে থেকে মরদেহটি উদ্ধার ক‌রে।

বিজ্ঞাপন

এ ব্যাপা‌রে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌হিদুল ইসলাম ব‌লেন, ‘মরদেহ দেখ‌তে পে‌য়ে স্থানীয়রা আমা‌দের খবর দেয়। বর্তমা‌নে আমরা ঘটনাস্থ‌লে আছি।’

উল্লেখ্য, ২২ মে বুধবার রাত সা‌ড়ে ৯টার দি‌কে চ‌থোয়াইমং মারমা‌কে বালাঘাটার চড়ুইপাড়া এলাকা থে‌কে অস্ত্রের মু‌খে সন্ত্রাসীরা অপহরণ ক‌রে নি‌য়ে যায়। এর আগে গত ৭ মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির কর্মী বিনয় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। অপহরণ করা হয় ফোলাধন তংচঙ্গা নামের অপর কর্মীকে। এখনও তিনি নিখোঁজ। গত ৯ মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির সমর্থক জয় মনি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। ১৯ মে বান্দরবানের রাজবিলায় আওয়ামী লীগের সর্মথক ক্য চিং থোয়াই মারমা (২৭) কে অপহরণের পর গুলি করে হত্যা করে।

সারাবাংলা/এমএইচ

আওয়ামী লীগ নেতা বান্দরবান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর