Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যেতে পারছেন না প্রধানমন্ত্রী


২৫ মে ২০১৯ ১৩:২২

ঢাকা: ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যেতে পারছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান এবং সৌদি আরব সফরের সূচি ঠিক হওয়ায় শপথ অনুষ্ঠানে তিনি যেতে পারছেন না। নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠান বাংলাদেশের পক্ষে কে প্রতিনিধিত্ব করবেন তা ঠিক করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৫ মে) বিকেলে একটি সভা ডেকেছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন সারাবাংলাকে শনিবার (২৫ মে) সকালে বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগে থেকেই জাপান এবং ওআইসি সম্মেলনে অংশ নেয়ার জন্য সৌদি আরব সফরের সূচি ঠিক করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মঙ্গলবার (২৮ মে) জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও ধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না।’

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন সারাবাংলাকে আরও বলেন, ‘এই বিষয়ে বাংলাদেশের পক্ষে কে প্রতিনিধিত্ব করবেন বা কি করা হবে তা এখনো ঠিক করা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আজ শনিবার (২৫ মে) বিকেলে একটি বৈঠক ডেকেছেন। বৈঠকের সিদ্ধান্ত হওয়ার পর বিষয়টি জানা যাবে।’

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির শীর্ষ নেতা নরেন্দ্র মোদি আগামী বৃহস্পতিবার (৩০ মে) প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় দফায় শপথ নিবেন। নয়াদিল্লির ইতিহাসে বিজেপির পক্ষে তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় দফায় শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/ এনএইচ

নরেন্দ্র মোদি ভারত শপথ অনুষ্ঠান শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর