Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজেপির বিজয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হবে: এরশাদ


২৩ মে ২০১৯ ২২:০৬

ঢাকা: ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল বিজয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার (২৩ মে) এক অভিনন্দন বার্তায় এরশাদ অভিনন্দন জানান। এসময় তিনি বন্ধুপ্রতীম ভারতের সাধারণ ভোটারদেরও শুভেচ্ছা জানান।

জাতীয় পার্টির চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, ‘বিজেপির এই বিজয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। উন্নয়ন, অগ্রগতি আর আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ ও ভারত আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নিমূর্লে ঐক্যদ্ধভাবে কাজ করবে দেশ দুটি।’

অভিনন্দন বার্তায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আরও বলেন, ‘পরপর দুটি লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করছে। এটা রাজনীতির ইতিহাসে অসাধারণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

দলের চেয়ারম্যানের পাশাপাশি মোদিকে আরও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ এং পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

সারাবাংলা/এএইচএইচ/এমও

এরশাদ নরেন্দ্র মোদি নির্বাচন বাংলাদেশ ভারত

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর