ভারতে চলছে লোকসভা নির্বাচনের ভোট গণনা
২৩ মে ২০১৯ ০৯:২২ | আপডেট: ২৩ মে ২০১৯ ১০:৫৬
অবশেষে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে ভারতের ১৭তম লোকসভা নির্বাচন। আজ বৃহস্পতিবার (২৩ মে) মোট ৫৪৩ আসনের মধ্যে ৫৪২ আসনের ফলাফল প্রকাশের কথা রয়েছে। তামিল নাডুর ভেলোর আসনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে সেখানে ভোটগ্রহণ বাতিল করা হয়। স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। খবর দ্য হিন্দুর।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় সবগুলো আসনেই ভোট গণনা শুরু হয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) এগিয়ে রয়েছে ৩০৬ আসন; কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) এগিয়ে রয়েছে ১০৬ আসনে। এছাড়া অন্যান্য দলগুলো জয় পেয়েছে ১২৭ আসনে।
প্রসঙ্গত, এই প্রথমবার ভারতের নির্বাচনে প্রত্যেক কেন্দ্রে ভোটার ভ্যারিফাইড পাওয়ার অডিট ট্রায়াল (ভিভিপ্যাট) ব্যবহার করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক, প্রত্যেক লোকসভা কেন্দ্রের পাঁচটি ভিভিপ্যাট এলোমেলোভাবে বাছাই করে সেগুলোর সঙ্গে ইভিএম প্রদত্ত সংখ্যা মিলিয়ে দেখা হবে।
এদিকে, তামিল নাডুর ভেলোর আসনে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে এমন অভিযোগে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।
দ্য হিন্দু জানিয়েছে, প্রায় ৪ হাজারের বেশি ভোট গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেসব কেন্দ্রে সকাল ৮টা থেকেই শুরু হয়েছে ভোটগণনা।
গণনার প্রক্রিয়া অনুযায়ী, সবার প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। সার্ভিস ভোটারের সংখ্যা ১৮ লাখ। এর মধ্যে রয়েছেন সেনাবাহিনী, কেন্দ্রীয় পুলিশ বাহিনী ও রাজ্য পুলিশ কর্মীরা, যারা তাদের লোকসভা কেন্দ্রের বাইরে কর্মরত। কূটনীতিক ও ভারতীয় দূতাবাসের সহযোগী কর্মীরা, যারা বিদেশে আছেন তাঁদেরও সার্ভিস ভোটার হিসেবে গণ্য করা হয়। এই ১৮ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে ১৬.৪৯ লক্ষ ভোটার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং আধিকারিকদের কাছে তাদের পোস্টাল ব্যালট পাঠিয়ে দিয়েছেন ১৭ মে। এক নির্বাচন আধিকারিক জানাচ্ছেন, এই পোস্টাল ব্যালটগুলি গুনতেই অন্তত দুই ঘণ্টা লেগে যাবে।
ভিভিপ্যাটের স্লিপগুলি শেষে গোনা হবে। প্রক্রিয়া অনুযায়ী, প্রথমে স্লিপগুলি গণনা করে নিয়ে তারপর ইভিএম চালু করে তার সংখ্যার সঙ্গে মিলিয়ে নেওয়া হবে। কোনো গরমিল হলে পেপার স্লিপের গণনাকেই ফাইনাল বলে ধরা হবে। এই পুরো ইভিএম-ভিভিপ্যাট মেলানোর প্রক্রিয়াটির জন্য অতিরিক্ত চার থেকে পাঁচ ঘণ্টা লাগবে।
সারাবাংলা/আরএ