Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ ব্যারাকে ঢুকে মোবাইল চুরি, আটক


২২ মে ২০১৯ ১৫:৩৩ | আপডেট: ২২ মে ২০১৯ ১৫:৪০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম আদালতে পুলিশ ব্যারাকে ঢুকে মোবাইল চুরির ঘটনায় একজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। তার কাছ থেকে চুরি করা পাঁচটি মোবাইল সেটও উদ্ধার করা হয়েছে।

সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের পর মঙ্গলবার (২১ মে) রাতে নগরীর লালদিঘীর পাড় থেকে ওই ‘চোরকে’ আটক করা হয়েছে।

আটক শহীদুল ইসলাম শহীদ (৩২) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাটুরিয়া গ্রামের শাহ আলমের ছেলে। নগরীতে নতুন আদালত ভবনের পানির হাউজের পাশে অস্থায়ী বসতঘরে থাকতো শহীদ।

সোমবার রাতে আদালত প্রাঙ্গণে সিএমপির পুলিশ ব্যারাকে বসবাসরত কনস্টেবল মো. আলাউদ্দিন ও লিটন কান্তি দাশের চারটি এবং ব্যারাকের পাশে চা-দোকানের মালিক মিজানুর রহমান ও কর্মচারী সজীবের দুটিসহ মোট ছয়টি মোবাইল ফোন চুরি হয়। এই ঘটনায় কনস্টেবল লিটন দাশ বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘মামলা দায়েরের পর আমরা তদন্ত শুরু করি। আদালত এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করি। এতে ভোররাতের দিকে পুলিশ ব্যারাকের আশপাশে শহীদের উপস্থিতি দেখা যায়। পরে আমরা মামলার বাদীকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে শহীদকে আটক করি। তার বাসা থেকে পাঁচটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।’

সারাবাংলা/আরডি/এমআই

আটক গ্রেফতার পুলিশ ব্যারাক মোবাইল চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর