Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গ্রেফতার ৩


২১ মে ২০১৯ ১৪:৪৩

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার বাইতরা গ্রাম থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, এরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময়  তাদের কাছ থেকে রামদা, ছুরিসহ বেশকিছু দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, আটক ডাকাত রাসেল, ফারুক ও জাহাঙ্গীরের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়।

ওসি বলেন, ডাকাতরা সদর উপজেলার বাইতরা গ্রামের ব্যবসায়ী নিমাই চন্দ্র সরকারের বাড়িতে ডাকাতির করার জন্য পাশের একটি ইটভাটায় প্রস্তুতি নিচ্ছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে পুলিশ সোমবার (২০ মে) রাত ১২টার দিকে অভিযান চালিয়ে ডাকাতদের দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি মামলার পর মঙ্গলবার (২১ মে) দুপুরে আদালতে পাঠানো হয়।

সারাবাংলা/ওএম/এসএমএন

আটক ডাকাত মানিকগঞ্জ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর