Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উচ্চ আদালতের বিজ্ঞপ্তির ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী


১৮ মে ২০১৯ ২৩:০১

ঢাকা: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে আমার মনে হয় না, আপনারা যে রিপোর্ট করেন তা বন্ধ করতে বলেছেন তারা। তিনি আরও বলেন, বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষা করতে নির্বাহী বিভাগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব ধরনের সহযোগিতা করবে।

শনিবার (১৮ মে) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে কসবা উপজেলা সমিতি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যেটা বলেছেন সেটা হলো এই, কোনো বিচারাধীন মামলা সম্বন্ধে ব্যক্তিগত অভিমত দিয়ে পত্র-পত্রিকায় রিপোর্ট করা যাবে না। আপনারা জানেন, যেসব মামলা চলছে বা আদালত বিচার করছেন, বিচার কাজ চলমান, সেই মামলা নিয়ে যখন রিপোর্ট করেন তখন কিন্তু আদালত কিছু বলেন না।’

‘সাব-জুডিস কথাটার অর্থ হচ্ছে যে, মামলাটা বিচারাধীন কিন্তু কার্যক্রম এখনো শুরু হয়নি। সেই মামলাগুলোর ব্যাপারে আপনারা যদি কথা না বলেন, তাহলে বিজ্ঞ বিচারক বা মাননীয় বিচারপতিদের ওপর কোনো চাপ পড়ে না। তারা সুষ্ঠুভাবে বিচার করতে পারেন। সেই জন্যই কিন্তু মাননীয় প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিরা এই কথা বলেছেন’, যোগ করেন আইনমন্ত্রী।

হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চের বিরুদ্ধে অভিযোগ উঠলে আপিল বিভাগের শুনানিতেই সাবেক অ্যাটর্নি জেনারেল এবং বারের সভাপতি রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাতে বলেন। তবে উচ্চ আদালত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করায় এ বিষয়টি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিষ্পত্তি করবে কি না তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষা করার জন্য যা করতে হয়, নির্বাহী বিভাগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সেই ব্যাপারে সকল সহযোগিতা দেবে।’

বিজ্ঞাপন

কসবা উপজেলা সমিতির সভাপতি প্রকৌশলী কবীর আহমেদ ভুইয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশে বিরত থাকার অনুরোধ

গত ১৬ মে (বৃহস্পতিবার) বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো ইলেক্ট্রনিক মিডিয়া তাদের চ্যানেলে এবং কোনো কোনো প্রিন্ট মিডিয়া তাদের পত্রিকায় বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করছে, যা একেবারেই অনভিপ্রেত।’

‘এ অবস্থায়, বিচারাধীন কোনো বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

সুপ্রিম কোর্ট ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এই বিজ্ঞপ্তিতে উদ্বিগ্নতা প্রকাশ করে আলাদা আলাদা বিবৃতি দিয়েছে। সাংবাদিক নেতারা মনে করছেন, এই নিষেধাজ্ঞা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

সংশ্লিষ্ট সংবাদ:
‘সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী’
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী: ডিআরইউ

সারাবাংলা/এজেডকে/এটি

তথ্য অধিকার বিচারাধীন মামলা স্বাধীন সাংবাদিকতা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর