ঘরে মিলল মায়ের মরদেহ, ডোবায় শিশুর
১৫ মে ২০১৯ ১৩:৫২ | আপডেট: ১৫ মে ২০১৯ ১৪:৪২
নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁসিলা গ্রামে মা ও শিশু সন্তানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ মে) সকালে পুলিশ বাঁসিলা গ্রামে নিজেদের ঘর থেকে মায়ের ও বাড়ির পাশের ডোবা থেকে ছেলের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন শারমিন বেগম ও তার ছেলে আব্দুল্লাহ।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, শারমিনের স্বামী মাহামুদুল হাসান মুন্না ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। রাতে শিশু পুত্র আব্দুল্লাহকে নিয়ে ঘুমিয়ে পড়েন শারমিন। সকালেও দরজা না খোলায় পরিবারের সদস্যরা তাদের ডাকেন। কিন্তু কোনো সাড়া না পেলে জানালা দিয়ে শারমিনের গলায় ফাঁস দেওয়া মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে বাড়ির পাশের ডোবা থেকে শিশু আব্দুলাহর মরদেহ উদ্ধার করে।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরের পেছনের টয়লেটের চালা দিয়ে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে শারমিনকে হত্যা করে শিশুপুত্রকেও মেরে ডোবায় ফেলে দেয় দুর্বৃত্তরা। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
সারাবাংলা/এসএমএন