Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে’


১৪ মে ২০১৯ ১৫:৩৬

ঢাকা: মিয়ানমার থেকে বাংলাদেশে আগত ১০ লাখ সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়কে নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচি’র (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড এম বেজলে।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে তিনি একথা জানান।

চিঠিতে ডেভিড বেজলে বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে ডব্লিউএফপি’সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ঘনিষ্ঠভাবে কাজ কাজ করতে হবে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ডব্লিউএফপি’র কাজ করার সুযোগকেও স্বাগত জানিয়েছেন তিনি।

এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড. এ. কে. আব্দুল মোমেন দায়িত্ব গ্রহণ করায় বার্তায় তাকে উষ্ণ অভিনন্দনও জানিয়েছেন ডেভিড এম বেজলে। তিনি আশাবাদ জানান, জাতিসংঘে ড. মোমেনের বর্ণাঢ্য কর্মজীবন নিঃসন্দেহে রোহিঙ্গাদের নিয়ে সৃষ্ট জটিলতা সমাধানে অবদান রাখবে।

রোহিঙ্গা-সমস্যা সমাধান বাংলাদেশ সরকারের জন্য চ্যালেঞ্জ উল্লেখ করে ডেভিড এম বেজলে এ বিষয়ে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন ওই চিঠিতে।

সারাবাংলা/জেআইএল/এনএইচ

ডব্লিউএফপি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন রোহিঙ্গা সংকট

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর