Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি সীমান্তে ফেনসিডিলসহ ৯৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ


৯ মে ২০১৯ ১২:৩০

হিলি: দিনাজপুরের হিলি সীমান্তে আলাদা অভিযান চালিয়ে চোরাইপথে আনা ভারতীয় ফেনসিডিল, শাড়ি, পটকা, গরু মোটাতাজকরণ ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (৯ মে) ভোর রাতে সীমান্তের ঘাসুড়িয়া ও সাতকুড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে বিজিবি।

মংলা বিওপি ক্যাম্প কমান্ডার আবু সাঈদ সারাবাংলাকে জানান, ভারত থেকে চোরাইপথে মালামাল নিয়ে চোরাকারবারিরা দেশের ভেতরে প্রবেশ করছে বলে তারা খবর পান। এর ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তের সাতকুড়ি ও ঘাসুড়িয়া এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলি থেকে ১১৬৫ বোতল ফেন্সিডিল, ৬৩ টি শাড়ি, এক হাজার ৮- প্যাকেট আতশবাজি, প্রায় দুই লাখ গরু মোটাতাজাকরণের ওষুধ জব্দ করা হয়। এসব সামগ্রির আনুমানিক দাম ৯৩ লাখ টাকা বলেও জানান এই কর্মকর্তা।

সারাবাংলা/এসএমএন

ফেনসিডিল উদ্ধার বিজিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর