Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাহোরের দাতা দরবার মাজারের বাইরে হামলা, নিহত ৮


৮ মে ২০১৯ ১১:০৪ | আপডেট: ৮ মে ২০১৯ ১১:৫৩

পাকিস্তানের রাজধানী লাহোরের বিখ্যাত দাতা দরবার সুফি মাজারের বাইরে বিস্ফোরণে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

দেশটির স্থানীয় গণমাধ্যম দ্য ডনের খবরে একথা জানানো হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ কর্মকর্তা ও তিনজন সাধারণ মানুষ।

ডনের খবরে বলা হয়, একটি পুলিশের গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। গাড়িটি দাতা দরবারের পাশেই পার্ক করা ছিল। পাকিস্তানের স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক আরিফ নেওয়াজ জানিয়েছেন, এই ঘটনায় তার বাহিনীর পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি জানান, পুলিশ সদস্যদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। তবে এতে তিন সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে। নিহত পুলিশ সদস্যরা দাতা দরবারের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীণতম মাজারের একটি লাহোরের দাতা দরবার সুফি মাজার। এর বাইরেই বিস্ফোরণ ঘটে। মাজারটি পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম ও প্রাচীন শহর ওয়ালিদে অবস্থিত। প্রতিদিনি শিয়া ও সুন্নী সম্প্রদায়ের হাজারো মানুষ এই মাজারে আসেন।

এর আগে ২০১০সালেও এই মাজারে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল। সেসময়ও বহু মানুষ মারা যান।

এবার পবিত্র রমজান মাসে সেই মাজারের কাছে আবার হামলা চালানো হলো। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

এর আগে গত ২১ এপ্রিল খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের দিন শ্রীলংকার গির্জা, হোটেলসহ আটটি স্থানে আত্মঘাতি হামলা চালানো হয়। এতে অন্তত ২৫০ জন প্রাণ হারান।

সারাবাংলা/এসএমএন

দাতা দরবার সুফি মাজার বিস্ফোরণ হামলা

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর