Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়পুরে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার


৫ মে ২০১৯ ২১:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বাসায় তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে সোহাগ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ মে) সকালে উপজেলার নতুন বাজার এলাকা থেকে সোহাগকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, সোহাগের বাড়ি উপজেলার চর আবাবিল এলাকায়। তার বাবার নাম বাচ্চু মিয়া। এদিন সকালে পরীক্ষা-নিরীক্ষার জন্য ভুক্তভোগীকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

স্কুল পড়ুয়া শিক্ষার্থীর স্বজনরা জানান, গত ২৯ এপ্রিল সকালে মোবাইল ফোনে সোহাগ ওই শিক্ষার্থীকে ডেকে নেয়। সেখানে ধর্ষণ করে পালিয়ে যায় সোহাগ। ওই শিক্ষার্থী বাড়ি ফিরে পুরো ঘটনা জানালে পরিবারের পক্ষ থেকে শনিবার রাতে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজিজুর রহমান মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এটি