Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১৯ দিন ধরে অনশন


৫ মে ২০১৯ ২০:৪০

কুড়িগ্রাম: বিয়ের দাবিতে কুড়িগ্রামে প্রেমিকের বাড়িতে ১৯ দিন ধরে অনশন করছেন এক কিশোরী। গত ২৩ এপ্রিল ওই কিশোরী বাড়িতে হাজির হওয়ার পর থেকে সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন।

রোববার (৫ মে) বিকেলে ওই কিশোরী জানান, বিয়ে না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন। সাদ্দাম হোসেনের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাঘমারা গ্রামে। তার বাবার নাম আব্দুল বাতেন।

এর আগে গত ১৭ এপ্রিল রাতে ধর্ষণের অভিযোগ এনে ওই কিশোরীর নানা বাদী হয়ে রৌমারী থানায় একটি অভিযোগ দাখিল করেন। ওই কিশোরী বলেন, “দীর্ঘদিন ধরে সাদ্দামের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে সাদ্দাম একাধিক বার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। সর্বশেষ গত ১৭ এপ্রিল একটি পরিত্যক্ত বাড়িতে ডেকে নিয়ে সাদ্দাম আমাকে ধর্ষণ করে। এরপর সেখানেই ফেলে রেখে পালিয়ে যায়।”

এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, একটি অভিযোগ পেয়েছি। ছেলেটি পলাতক রয়েছে। মেয়েটি বর্তমানে ছেলের বাড়িতে। আমি বিষয়টি সমাধানের জন্য রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি।

সারাবাংলা/এটি

ধর্ষণ প্রেমিকার অনশন বিয়ের আশ্বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর