Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় ট্রাক উল্টে চালক-হেলপারসহ ৩ জনের মৃত্যু


৫ মে ২০১৯ ০০:৪৪

ভোলার চরফ্যাশন উপজেলায় ট্রাক উল্টে চালক ও হেলপারসহ তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের চর নিউটন গ্রামের বেড়িবাঁধে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মৃতরা হলেন, ট্রাকচালক আবু জাহের, হেলপার আনোয়ার হোসেন ও ট্রাকে থাকা জাহিদুল ইসলাম শাকিব। আবু জাহের নীলফামারী জেলার ডিমলা থানার ডালিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আনোয়ার চরফ্যাশন উপজেলার চর নিউটন গ্রামের মৃত দুলালের ছেলে এবং জাহিদুল ইসলাম শাকিব চরমাদ্রাজ গ্রামের ইউছুফ আলীর ছেলে।

বিজ্ঞাপন

এছাড়া আহতরা হলেন, আনোয়ার ও সোহেল।

চরফ্যাশন থানার ওসি সামসুল আরেফিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি সামসুল বলেন, ‘চর নিউটন থেকে হামিদপুর যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক উল্টে পড়ে। এসময় ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হয়। হাসপাতালে নেয়া হলে আরও একজনের মৃত্যু হয়।’

সারাবাংলা/এনএইচ

ভোলা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর