ফেরি চলাচল শুরু, কাল থেকে চলবে সব ধরনের নৌযান
৪ মে ২০১৯ ২১:৩৯ | আপডেট: ৪ মে ২০১৯ ২১:৫৫
ঢাকা: আগামীকাল রোববার (৫ মে) সকাল থেকে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হবে। আর শনিবার (৪ মে) সন্ধ্যা থেকেই সব ঘাটে ফেরি চলাচল শুরু করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে নৌ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল।
শনিবার সন্ধ্যায় ঢাকা নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সূত্র জানায়, রোববার সকাল থেকে নৌ চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।
এদিকে ২৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। পাশাপাশি মাওয়া-শিমুলিয়া ঘাট থেকেও ফেরি চলাচল করছে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামীকাল রোববার রৌদ্রউজ্জ্বল দিন থাকবে। ঘূর্ণিঝড় ফণীর প্রভাব মুক্ত থাকবে বাংলাদেশ। এ কারণে নদী এলাকায় নৌযান চলাচলে কোনো বাধা পড়বে না।
রাতেই বাংলাদেশ সীমানা ছাড়বে ফণী
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ফণী লঘুচাপে পরিণত হয়ে এখন ময়মনসিংহ এবং নেত্রকোনা অঞ্চলে অবস্থান করছে। রাতেই এটি বাংলাদেশ সীমানা ছেড়ে চলে যাবে।
সারাবাংলা/এসএ/এমও