Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফণীর প্রভাবে শুক্রবার রাত থেকে বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর


২ মে ২০১৯ ২১:২৫ | আপডেট: ২ মে ২০১৯ ২১:৪৮

সাইক্লোন ‘ফণী’র সতর্কতায় আগামীকাল শুক্রবার (৩ মে) রাত ৯.৩০ থেকে শনিবার (৪ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বিমানবন্দরে সকল বিমান উঠা-নামা বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে একথা জানানো হয়। ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আরও জানায়, সাইক্লোন ফণীর কারণে উড়িষ্যার ভুবেনশ্বর বিমান বন্দরেরও বিমান চলাচলও বন্ধ থাকবে শুক্রবারে।

আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশে ঝড়-বাদলা, পূর্ণশক্তিতে ফণীর আঘাত শুক্রবার ‘দুপুরে’

এর আগে, ফণীতে ক্ষয়ক্ষতির আশঙ্কায়, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশের তিন জেলায় ইয়োলো অ্যালার্ট জারি করা হয়। স্থানীয় সময় শনিবার সকালে পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফণী। এদিন সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি অগ্রসর হবে বাংলাদেশের দিকে।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, কলকাতায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে ‘ফণী’র। জীবনহানি যাতে না ঘটে সেজন্য সব রকমের সতর্কতা নেওয়া হয়েছে। তবে অযথা আতঙ্ক না ছাড়াতে সবার প্রতি অনুরোধ রইলো।

সারাবাংলা/এনএইচ

কলকাতা কলকাতা বিমানবন্দর ঘূর্ণিঝড় ফণী পশ্চিমবঙ্গ ভারত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর