Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফণীর কারণে পেছাবে না বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা


২ মে ২০১৯ ২০:৪৪ | আপডেট: ২ মে ২০১৯ ২১:১১

ঢাকা: ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদফতরের এমন সংবাদের পরও পেছাচ্ছে না ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ। বাংলাদেশ সরকারি কর্মকমিশন কর্তৃপক্ষ জানিয়েছে আগামীকাল শুক্রবার (৩ মে) যথা সময়ে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পিএসসির চেয়ারম্যান মোহম্মাদ সাদিক বলেন, ‘আমরা আবহাওয়া অধিদফতরের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, ফণী শুক্রবার বিকেলের পর বা শনিবারে আঘাত হানতে পারে। তাই ঘূর্ণিঝড় ফণীর কারণে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর কোনো পরীকল্পনা আমাদের নেই।’

বিজ্ঞাপন

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এই পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে।

পরীক্ষার হলে ঘড়ি, মানিব্যাগ, মোবাইল, ক্রেডিট কার্ডসহ সব প্রকার ইলেকট্রনিকস ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। এসব পাওয়া গেলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে বলে জানায় পিএসসি।

৪০তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এতে আবেদনের রেকর্ড তৈরি হয়েছে।

গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা।

সারাবাংলা/এমআই

৪০তম বিসিএস ঘূর্ণিঝড় ফণী পরীক্ষা পিএসসি প্রিলিমিনারি বিসিএস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর