অন্ধ্রপ্রদেশে ঝড়-বাদলা, পূর্ণশক্তিতে ফণীর আঘাত শুক্রবার ‘দুপুরে’
২ মে ২০১৯ ২০:৩২ | আপডেট: ৪ মে ২০১৯ ০৩:২৪
ভয়ংকর রূপ নেওয়া সাইক্লোন ফণীর প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলে শুরু হয়েছে ভারি-বৃষ্টিপাত। বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় সাইক্লোন ফণী উড়িষ্যার পুরি শহর থেকে ২৮৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং ভিশাকপাতনাম থেকে ১৬০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এসময় ঘূর্ণিঝড়টি গতিবেগ ছিল ঘণ্টায় ১৮০-২০০ কিলোমিটার। খবর হিন্দুস্থান টাইমসের।
এদিকে, ভারতে মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট জানায়, স্থানীয় সময় শুক্রবার (৩ মে) দুপুরের কিছু পর ঘূর্ণিঝড়টি পূর্ণশক্তিতে পুরিতে আঘাত হানতে পারে। অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার সীমান্তের উপকূলীয় এলাকায় এখনই ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। হচ্ছে ভারি-বৃষ্টিপাত। সেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার।
আরও পড়ুন: সাইক্লোন ফণী: ভারতে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে ৮ লাখ মানুষকে
সাইক্লোন ফণী মোকাবিলায় ভারতে নেওয়া হয়েছে পর্যাপ্ত সতর্কতা। প্রায় ৮ লাখ মানুষকে উড়িষ্যা, অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ু উপকূলবর্তী এলাকা এবং নিম্নাঞ্চল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।
ভারতের কোস্টগার্ড জানিয়েছে, এরইমধ্যে, অন্ধ্রপ্রদেশের শহর ভিশাকপাতনাম ৪টি ও তামিল নাড়ুর চেন্নাইতে আরও ৪টি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এছাড়া দুটি করে জাহাজ ও একটি করে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে শহর দুটিতে।
গত পাঁচ বছরের মধ্যে ভারতের সবচেয়ে ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্য সরকারগুলোর সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় প্রশাসনকে কাজ করার তাগিদ দিয়েছেন তিনি। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি তদারকি করতে মোদি বৃহস্পতিবার ডেকেছেন বিশেষ বৈঠক।
সারাবাংলা/এনএইচ