Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যাচ্ছেন মাশরাফিরা


৩০ এপ্রিল ২০১৯ ১০:৫২ | আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ১৩:১৮

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মাশরাফিরা (ফাইল ছবি)

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এই সাক্ষাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তা ও কোচরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সাক্ষাৎ শেষে গণভবনেই তাদের দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

ক্রিকেটার-কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেল পাঁচটায় জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে যোগ দেবেন সংসদ নেতা শেখ হাসিনা।

আরও পড়ুন: টাইগারদের বিশ্বকাপ জার্সি বদলাচ্ছে

সারাবাংলা/এনআর/এমও

ক্রিকেট গণভবন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মাশরাফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর