Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাস চালকদের প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিএ


২৯ এপ্রিল ২০১৯ ২০:৩১

ঢাকা: রাজধানীর বাস চালকদের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ। এ কার্যক্রমের অধিনে প্রথমবারের মতো ১০ দিনের প্রশিক্ষণে অংশ নিয়েছেন ১০০ জন চালক।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

সচিব বলেন, এর মাধ্যমে দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত হবে। এরপর তা থেকে উত্তরণে চালকদের দিকনির্দেশনা দেবেন প্রশিক্ষকগণ।

এ প্রশিক্ষণের সহযোগিতা করছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘চালক পাঠানো আমাদের কাজ। আপনারা প্রশিক্ষণ অব্যাহত রাখুন। অন্তত একবছর এই প্রশিক্ষণ দিতে থাকুন। এতে নগরীর চালকদের অবস্থার পরিবতন ঘটবে।’

তিনি বলেন আরও বলেন, ‘মাদকাসক্তি ও চুক্তিতে গাড়ি চালানোর কারণে দুঘটনা ঘটে। এজন্য এখন চালকদের ডোপ টেস্ট করা শুরু হবে। কোনো চালক ডোপ টেস্টে মাদকাসক্ত হিসেববে ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাকে আটক করা হবে।’

এসময় খন্দকার এনায়েত উল্লাহ ঘোষণা করেন, চালকদের মধ্যম ও ভারি পরিবহনের লাইসেন্স পেতে আবেদনের খরচ তিনি নিজে বহন করবেন।

অনুষ্ঠানে মন্ত্রণালয় সচিব নজরুল ইসলাম আরও বলেন, ‘যেসব চালক একবছর হালকা যানবাহন চালিয়েছেন তাদেরকে মধ্যম এবং যারা একবছর মধ্যম যানবাহন চালিয়েছেন তাদেরকে ভা‌রি লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’ এছাড়া চালকদের শিগগিরই আবেদন করার আহবান করেন তিনি।

প্রথম প্রশিক্ষণ কার্যক্রমে রববর, বিকাশ, বসুমতি ও গুলিস্তান পরিবহনের বাস চালকরা অংশ নিয়েছে। এছাড়া বছরজুড়ে বিআরটিএর এই প্রশিক্ষণ অব্যাহত রাখতে আহবান জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।

বিজ্ঞাপন

বিআরটিএর চেয়ারম্যান মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএর পরিচালক সিরাজুল ইসলাম ও ঢাকা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব সাদিকুর রহমান মিয়া।

সারাবাংলা/এসএ/এমআই

প্রশিক্ষণ বাস চালক বিআরটিএ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর