Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংসদ সদস্যদের সম্পৃক্ততা এসডিজি অর্জনকে সহজতর করবে’


২৯ এপ্রিল ২০১৯ ১৯:২৮ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ১৯:৪৩

সংসদ ভবন থেকে: সংসদ সদস্যরা সম্পৃক্ত থাকলে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) ২০৩০ অর্জনের কাজ সহজ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, বৈষম্য, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পিছিয়ে পড়া, বঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতের সঙ্গে সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনৈতিকে সমৃদ্ধ করতে জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাবকে যথাযথভাবে মোকাবিলা করতে হবে। এক্ষেত্রে সংসদ সদস্যরা তাদের নিজ নিজ অবস্থান থেকে যুক্ত হয়ে অবদান রাখলে টেকসই উন্নয়ন লক্ষ্য ২০৩০ অর্জন সহজ হবে।

বিজ্ঞাপন

সোমবার (২৯ এপ্রিল) হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ‘এনগেজিং উইথ বাংলাদেশ পার্লামেন্ট অন এগ্রিকালচার, ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি টু অ্যাচিভ এসডিজি আন্ডার দ্য চ্যালেঞ্জ অব ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে এফএও প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন, মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফএও পার্টনারশিপ এক্সপার্ট জিন লিওনার্ড তোয়াদি।

কর্মশালায় স্পিকার বলেন, উৎপাদন ও ভোগ পরস্পর সংশ্লেষ যুক্ত। জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি উৎপাদন ব্যাহত হয়। ভূমি ও পানির সর্বোচ্চ ব্যবস্থাপনা জলবায়ুর পরিবর্তনের কারণে বাধাগ্রস্ত হয়। ফলে খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে।

বিজ্ঞাপন

শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, ক্ষুধা ও অপুষ্টিমুক্ত বিশ্ব গড়ে তোলা একটি বড় চ্যালেঞ্জ। ২০৩০ সালের মধ্যে কেউ পিছিয়ে থাকবে না এবং ক্ষুধামুক্ত বিশ্ব প্রতিষ্ঠিত হবে— এসব লক্ষ্য নির্ধারণ হয়েছিল ২০১৫ সালে। তাই এসডিজি লক্ষ্য কতটুকু পূরণ হয়েছে এবং বাকিটা কিভাবে পূরণ করতে হবে, সে বিষয়ে সজাগ দৃষ্টি দেওয়ার এখনই সময়। সব দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য ও পুষ্টি নিশ্চিত করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই আজকের অঙ্গীকার হওয়া উচিত।

স্পিকার আরও বলেন, বাংলাদেশে এখন মঙ্গা নেই। খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। এক দশকে অতি দরিদ্রের হার ৪০ শতাংশ  থেকে ২২ শতাংশে নেমে এসেছে। কৃষকের জন্য ঋণ সহায়তা ও বীজ-সারে ভর্তুকি দিতে ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে সরকার।

অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, তথা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সংসদ সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, এ ধরনের কর্মশালা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সংসদ সদস্যদের সম্পৃক্ত করার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনকে সহজতর করবে।

দিনব্যাপী কর্মশালায় দুইটি সেশনে ৯০ জন সংসদ সদস্য অংশ নেন। দ্বিতীয় সেশনে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী।

ফাইল ছবি

সারাবাংলা/এএইচএইচ/টিআর

এফএও এসডিজি এসডিজি অর্জন সংসদ সদস্য স্পিকার স্পিকার শিরীন শারমিন চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর