Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে ৫ পুলিশ সদস্য প্রত্যাহার


২৯ এপ্রিল ২০১৯ ১৮:৩৯ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ১৮:৫৮

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার এক ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন— গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল ও রুহুল আমিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন ও কামরুল এবং কনস্টেবল আল আমিন।

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে তাদের গৌরীপুর থানা থেকে প্রত্যাহার করার নির্দেশ দেন জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার রামগোপালপুর বাজারে মাদকবিরোধী অভিযান চালান ওই পাঁচ পুলিশ সদস্য। ইয়াবা পাওয়া গেছে— এমন অভিযোগে ওই বাজারের দোকানি খোকন মিয়াকে আটক করেন তারা। স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি জেনে পুলিশ সদস্যদের ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। পরে থানা থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদের উদ্ধার করেন।

সাখের হোসেন সিদ্দিকী জানান, পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এটি

ইয়াবা পুলিশ ফাঁসানোর চেষ্টা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর