Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদিতে ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত


৪ ডিসেম্বর ২০১৭ ১৪:০৬ | আপডেট: ৪ ডিসেম্বর ২০১৭ ১৪:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment
সৌদি করেসপনডেন্ট
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা সানাইয়া এলাকায় সোমবার সকাল ৯টায় ছিনতাইকারীর ছুরির আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন ।
নিহতের নাম আবদুল আজীজ মাতবর (৫০)। বাড়ী শরিয়তপুর সদরের সুজন দোয়ার গ্রামে। তিনি ফার্নিচারের ব্যবসা করতেন।
নিহতের ভাই তোফাজ্জল মাতবর জানান, সকালে তার ভাই একটি সোফা কারখানা থেকে বের হলে ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।
পরে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যায়। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আবদুল আজীজের মৃত্যু সংবাদ শুনে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য প্রবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন।
সারাবাংলা/এসসি/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো