Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা’য় আজকের কার্টুন : ওয়াসার ‘সুপেয়’ পানির শরবত


২৪ এপ্রিল ২০১৯ ০৮:৩৪ | আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ০৯:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই দিন আগেই ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান দাবি করেছিলেন, ওয়াসার পানি শতভাগ সুপেয়। সেই ‘সুপেয়’ পানিতে তৈরি শরবত এমডিকে পান করাতে মঙ্গলবার (২৩ এপ্রিল) ওয়াসা ভবনে হাজির হয়েছিলেন রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। তাদের সঙ্গে ছিল জুরাইন থেকে সংগ্রহ করা ওয়াসার পাইপ লাইনের পানি, লেবু আর চিনি। ওয়াসা ভবনের সামনেই সেই চিনি-পানি-লেবু দিয়ে শরবত তৈরি করেন তারা। তবে বিকেল ৪টা পর্যন্ত ওয়াসার এমডির দেখা পাননি তারা। পরে বিকেলে ওয়াসার একজন পরিচালক তাদের সঙ্গে দেখা করেন। তিনি আশ্বাস দেন, যা কিছু সমস্যা আছে, সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

 

আরও পড়ুন: ওয়াসার এমডিকে ‘সুপেয়’ পানির শরবত পান করাতে হাজির রাজধানীবাসী

দেখা দেননি ওয়াসার এমডি, আশ্বাসে শেষ শরবত খাওয়ানো কর্মসূচি

বিজ্ঞাপন

আরো