Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিযানে হামলার পর ছিনতাইকারী ‘গুলিবিদ্ধ’, ৬ পুলিশ আহত


২২ এপ্রিল ২০১৯ ১৮:০১ | আপডেট: ২২ এপ্রিল ২০১৯ ২০:১৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আছাদগঞ্জ এলাকায় এক ছিনতাইকারীকে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ওই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে আহত হয়েছেন ৬ পুলিশ সদস্য।

সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে আছাদগঞ্জের শুটকিপট্টি এলাকায় এই ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ ওই তালিকাভুক্ত ছিনতাইকারীর নাম ওয়াসিম উদ্দিনকে (৩০)। সে নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা কলাবাগিচা এলাকায় মিয়া সওদাগরের কলোনির আব্দুস সবুরের ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ৬ পুলিশ সদস্যকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘ওয়াসিমকে আমরা গ্রেফতার করতে গেলে সে যে কলোনিতে থাকে, সেখানকার লোকজন জড়ো হয়ে আমাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে তারা গুলি চালানো শুরু করে। আত্মরক্ষার্থে আমরাও পাল্টা গুলি চালাই। ওয়াসিমকে পায়ে ‍গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে।’

আহত ৬ পুলিশ সদস্যের মধ্যে তিনজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং তিনজন কনস্টেবল বলে জানিয়েছেন ওসি।

নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা সারাবাংলাকে বলেন, ‘ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ওয়াসিমের বিরুদ্ধে ১৩টি মামলা আছে। এর মধ্যে ৮টি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা আছে। ওই পরোয়ানামূলে এই ছিনতাইকারীকে গ্রেফতারের সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম।’

বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা মাদক বিক্রেতা নিহত

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘আছাদগঞ্জ, শুটকিপট্টি, চামড়ার গুদাম এলাকায় ওয়াসিম ও তার সহযোগী ছিনতাইকারীরা নিয়মিত ছিনতাই করে। সবসময় এলাকায় থাকে না। মাঝে মাঝে এসে ছিনতাই করে আবার পালিয়ে যায়। সোমবার এলাকায় আসার খবর পেয়ে আমরা অভিযান চালাতে গিয়েছিলাম।’

বিজ্ঞাপন

গোলাগুলির পর ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/আরডি/এমও

গুলিবিদ্ধ চট্টগ্রাম ছিনতাইকারী পুলিশ আহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর