Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা মাদক বিক্রেতা নিহত


২২ এপ্রিল ২০১৯ ১৭:৪৭ | আপডেট: ২২ এপ্রিল ২০১৯ ১৭:৪৮

কক্সবাজার: উখিয়ার পালংখালীতে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক বিক্রেতা নিহত হয়েছে। এসময় ২০ হাজার পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার (২২ এপ্রিল) সকালে কেরুনতলী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উখিয়ার থ্যাংখালী রোহিঙ্গা শিবিরের ১৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা ফারুক হোসেন (২৩) ও সাইফুল ইসলাম (২৫)।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে পাচারকারীদের একটি দল ইয়াবা নিয়ে যাচ্ছিল। এই খবর জানতে পেয়ে বিজিবি অভিযান চালায়। এসময় ধারালো অস্ত্র নিয়ে বিজিবির দিকে তেড়ে আসে পাচারকারীরা। আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালালে তারা পালিয়ে যায়।

তখন ঘটনাস্থলে ইয়াবাসহ দুই জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এমও

ইয়াবা কক্সবাজার বন্দুকযুদ্ধ বিজিবি রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর