Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু


২২ এপ্রিল ২০১৯ ০২:৪৬ | আপডেট: ২২ এপ্রিল ২০১৯ ০২:৪৭

রাজশাহী: রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার মীরগঞ্জে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- মীরগঞ্জ এলাকার জিল্লুর রহমানের মেয়ে জিম (১৭), ইসরাত (১১) ও তাদের চাচাতো বোন শহিদুল ইসলামের মেয়ে শিমলা (৯)। এরমধ্যে জিম একাদশ শ্রেণির, ইসরাত চতুর্থ শ্রেণির এবং শিমলা তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানায়, রোববার দুপুরে মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের পাশে পদ্মা নদীতে তিন বোন গোসল করতে যায়। এরপর তারা পানিতে ডুবে গেলে স্বজনরা তাদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী বলেন, ‘তিন বোনের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

সারাবাংলা/এমএইচ

পানিতে ডুবে মৃত্যু রাজশাহী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর