Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড


১৮ এপ্রিল ২০১৯ ১৮:৫০ | আপডেট: ১৮ এপ্রিল ২০১৯ ১৯:০৩

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আরও দুজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে জেলা ও দায়রা জজ (বিশেষ) আদালতের বিচারক মো. এহসানুল হক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলো—ঈশ্বরগঞ্জের মাইজবাগের মো. আবুল কাসেম (৬০) ও মো. হেলিম (৫০)। কারাদণ্ড পাওয়া দুজন হলো, খোকন মিয়া (৫২) ও আব্দুল আজিজ মিয়া (৫৫)।

বিজ্ঞাপন

আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ: ময়মনসিংহের ৫ জনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৩ সালের ৩ নভেম্বর ময়মনসিংহের মাইজবাগের বড়জোড় গ্রামে গৃহবধূ ‘মরাজের মা’কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় ওই দিনই ৩৩ জনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহতের ছেলে আব্দুল সালাম। পরে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এদের মধ্যে দুজন আসামি মারা গেছে। ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালতে হাজির ২৯ জন আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড, দুজনের তিন বছর করে কারাদণ্ড এবং অভিযোগ প্রমানিত না হওয়ায় বাকিদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।

সারাবাংলা/এমএইচ

আদালতের রায় ময়মনসিংহে মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর