২৫ এপ্রিল, প্রথম দিন টিকিট লাগবে না বনলতা এক্সপ্রেসে
১৮ এপ্রিল ২০১৯ ১৮:২৪ | আপডেট: ১৮ এপ্রিল ২০১৯ ১৯:১৪
ঢাকা: যে কেউ বিনা টিকিটে ভ্রমণ করতে পারবেন বনলতা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনী যাত্রায়। ২৫ এপ্রিল ট্রেনটি রাজশাহী থেকে উদ্বোধন করা হবে। এরপর ২৭ এপ্রিল থেকে নিয়মিত ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলবে ট্রেনটি।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা পৌনে ছয়টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
‘বনলতা এক্সপ্রেস’ নাম দিলেন প্রধানমন্ত্রী, আসছে না পহেলা বৈশাখে
রেলমন্ত্রী আরও জানান, আগামী ঈদে রাজধানীর ছয়টি স্থান থেকে ঈদের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। এছাড়া আগামী ২৮ এপ্রিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রেলের টিকিট কাটার নতুন অ্যাপসও উদ্বোধন করা হবে।
এসময় মন্ত্রী জানান, ঈদের আগেই ঢাকা-পঞ্চগড় রুটে কম বিরতি দিয়ে একটি নতুন ট্রেন চালু করা হবে। আর ঈদের পর ঢাকা-বেনাপোল রোডে আরেকটি নন স্টপ ট্রেন চালু করা হবে।
সারাবাংলা/এসএ/এমআই