Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ইয়াবা বিক্রেতা আটক


১৫ এপ্রিল ২০১৯ ১৬:৫৩

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা পাচারকালে এক মাদক বিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা। আটককৃতের নাম আমির খসরু (৩৪)। রোববার (১৪ এপ্রিল) তাকে আটক করা হয়।

সোমবার (১৫) এপ্রিল দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

আজাদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে শহরের বাস-টার্মিনাল এলাকায় সিএনজি (অটোরিকশা) তল্লাশি চালিয়ে ১১ হাজার ১০০ পিস ইয়াবাসহ আমির খসরুকে আটক করা হয়।

বিজিবি অধিনায়ক জানান, আটক আমির খসরু চট্টগ্রামের লোহাগাড়া থানার চুনতি এলাকার রশিদ আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। বেশ কিছুদিন ধরে তিনি প্রায়ই রোহিঙ্গা ক্যাম্পে আসা যাওয়া করছেন। মাদক ব্যবসার কারণে তাকে মাদ্রাসার শিক্ষকতা থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হচ্ছে।

সারাবাংলা/আরএ

ইয়াবা ইয়াবা বিক্রেতা বিজিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর