বর্ষার আগেই লক্ষ্মীপুর নদীরক্ষা বাঁধ: পানিসম্পদ প্রতিমন্ত্রী
১২ এপ্রিল ২০১৯ ১৭:৫২ | আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ ১২:৫৬
লক্ষ্মীপুর: নদী ভাঙার আতঙ্কে আর ঘুমাতে হবে না লক্ষ্মীপুরের মানুষদের। আগামী বর্ষার আগেই এই অঞ্চলে ২ কিলোমিটার নদীরক্ষা বাঁধ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। শুক্রবার (১২ এপ্রিল) লক্ষ্মীপুরের জেলার কমলনগর ও রামগতির নদী ভাঙা অঞ্চল পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, নদী ভাঙার আতঙ্কে আর ঘুমাতে হবে না। আপনারা নির্ভয়ে বাড়ি-ঘর, দালাল কোঠা নির্মাণ শুরু করেন। এই এলাকা আর নদীতে ভাঙবে না। আমরা দ্রুত কাজ শুরু করব। আগামী বর্ষার আগেই লক্ষ্মীপুরের ২ কিলোমিটার নদীরক্ষা বাঁধের কাজ শুরু হবে।
মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এছাড়া ২য় পেইজের ১৬ কিলোমিটার এই শীতের শুরুতে কাজ শুরু করা হবে, যাতে কমলনগর ও রামগতি উপজেলা আর নদীগর্ভে বিলীন না হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) আবদুল মান্নান ভূঁইয়া, সাবেক এমপি মোহাম্মদ আব্দুল্লাহ, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক আব্দুজ্জাহের সাজুসহ কমলনগর উপজেলা নব-নির্বাচিত চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পি প্রমুখ।
সারাবাংলা/এনএইচ