Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনীতে ছাত্রীকে ধর্ষণের স্বীকারোক্তি প্রধান শিক্ষকের


১২ এপ্রিল ২০১৯ ১২:৫৯ | আপডেট: ১২ এপ্রিল ২০১৯ ১৩:১৩

ফেনী: ফেনীর দাগনভূঞায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ওই শিক্ষার্থীর স্কুলের প্রধান শিক্ষক আবদুল করিম (৫৫)।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম এমরানের আদালতে এই জবানবন্দি রেকর্ড করা হয়।

আদালতের পরিদর্শক গোলাম জিলানী জানান, বৃহস্পতিবার বিকেলে প্রধান শিক্ষক আবদুল করিমকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেন আদালতে উপস্থিত করেন। এসময় তিনি জবানবন্দিতে শিক্ষার্থীকে ধর্ষণের কথা স্বীকার করেন। তিনি বলেন, একাধিকবার তিনি ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেছেন। জবানবন্দিতে আবদুল করিম আরও বলেন, ওই শিক্ষার্থী যেন ধর্ষণের কথা কাউকে না জানায়, সেজন্য তিনি ভয়ভীতিও দেখিয়েছেন।

একই আদালত গত সোমবার (৮ এপ্রিল) আবদুল করিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগের দিন, ৭ এপ্রিল একই আদালতে জবানবন্দি দেয় ধর্ষণের শিকার মেয়েটি।

এর আগে, পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা পরিবার জানতে পারলে তা পুলিশকে জানায়। পুলিশ গত ৪ এপ্রিল রাতে তাকে আটক করে। পরদিন ৫ এপ্রিল মেয়েটির পরিবার দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

সারাবাংলা/টিআর

ধর্ষণ পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ প্রধান শিক্ষকের হাতে ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর