Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

 শিরোপা জয়ের দৌড়ে রাতে মাঠে নামছে লিভারপুল


৫ এপ্রিল ২০১৯ ১৩:১২ | আপডেট: ৫ এপ্রিল ২০১৯ ১৫:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৮ বছর পেরিয়ে গেছে শেষ যেবার লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা উঁচিয়ে ধরেছিলো। আর প্রিমিয়ার লিগ নামকরণের পর কখনোই পায়নি শিরোপা জয়ের স্বাদ। শেষ ২০১৩-২০১৪ মৌসুমে শিরোপা জয়ের অনেক কাছে গিয়েও ব্যর্থ হয় অল রেডরা। তবে এ মৌসুমে শিরোপা জয়ের ব্যাপারে বেশ আশাবাদী লিভারপুল কোচ ইয়্যুর্গেন ক্লপ।

শিরোপা জয়ের দৌড়ে মধ্যরাতে সাউথাম্পটনের বিপক্ষে মাঠে নামছে লিভারপুল। প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে তাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে অল রেডরা। সিটিজেনদের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে ক্লপ বাহিনী।

শীর্ষ স্থান দখলের লড়াইয়ে রাত একটায় সেন্ট মেরি স্টেডিয়ামে খেলতে নামবে লিভারপুল। লিগ টেবিলের ১৬ নম্বরে অবস্থান করলেও সাউথাম্পটনকে হালকা ভাবে নিচ্ছে না অলরেডোরা। শিরোপা জয়ের মিশনে প্রত্যেকটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। তাই তো মোহাম্মদ সালাহ, রবার্তো ফিরমিনো আর সাদিও মানেকে নিয়ে গড়া ফরোয়ার্ড ত্রয়ীই খেলঅবে শুরু থেকে।

বিজ্ঞাপন

শিরোপা জয় করতে চাইলে লিভারপুলকে সম্ভাব্য সকল পয়েন্ট সংগ্রহ করলেই কেবল হবে না। সাথে সাথে পয়েন্ট হারাতে হবে ম্যানচেস্টার সিটিকেও।

সারাবাংলা/এসএস

বিজ্ঞাপন

মহান বিজয় দিবস আজ
১৬ ডিসেম্বর ২০২৫ ০০:০৮

আরো