সম্মানজনক নিউরোসার্জারি অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি প্রফেসর
১ এপ্রিল ২০১৯ ১২:৩৮ | আপডেট: ২২ মে ২০১৯ ১৪:৪৮
বাংলাদেশি বংশোদ্ভূত প্রফেসর টিপু আজিজ যুক্তরাজ্যের সর্বোচ্চ নিউরোসার্জারি পুরস্কার ‘মেডাল অব দ্য সোসাইটি অব ব্রিটিশ নিউরোলজিক্যাল সার্জনস’ (এসবিএনএস) লাভ করেছেন।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নুফিল্ড ডিপার্টমেন্ট অব সার্জিক্যাল সায়েন্সেস (এনডিএস) প্রফেসর আজিজকে নিউরোসার্জারি তার অবদানের জন্যে আজীবন সম্মাননা হিসেবে এই পুরস্কার দিয়েছে।
টিপু আজিজ ১৯৫৬ সালে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) জন্মগ্রহণ করেন। এরপর লন্ডন ইউনিভার্সিটি কলেজে নিউরোফিজিওলজি বিভাগে পড়াশোনা শেষ করেন। তিনি পারকিনসন’স এবং মাল্টিপল স্ক্লেরোসিসসহ বিভিন্ন রোগ বিশেষজ্ঞ হিসেবে খ্যাতি পেয়েছেন।
এছাড়া, প্রফেসর আজিজ অক্সফোর্ড ফাংশনাল নিউরোসার্জারির প্রতিষ্ঠাতা।
সারাবাংলা/এনএইচ