Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফ আর টাওয়ার থেকে ২৫ লাশ উদ্ধার: গুলশান জোনের ডিসি


২৯ মার্চ ২০১৯ ০৯:৫৭ | আপডেট: ২৯ মার্চ ২০১৯ ১১:৩৫

ঢাকা: বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান জোনের ডিসি মোশতাক আহমেদ। তিনি জানান, নিখোঁজদের অনেককে পাওয়া গেছে। বাকিদের জন্য খোঁজ চালু রয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় এফ আর টাওয়ারের নীচে সাংবাদিকদের কাছে এসব তথ্য দেন তিনি।

ডিসি মোশতাক আহমেদ জানান, ভবনের নিরাপত্তার জন্য ২১টি ফ্লোরে ২১টি টিম রাখা হয়েছে। প্রতিটি টিমে ৪ জন করে সদস্য আছেন। এছাড়া, পুলিশ পুরো ভবনটি ঘিরে রেখেছে।

আরও পড়ুন: এফআর টাওয়ারে আগুনের ঘটনায় ১৯ লাশ উদ্ধার: ফায়ার সার্ভিস

তিনি জানান, ভবনের নিরাপত্তাজনিত সমস্যাগুলো খতিয়ে দেখা হচ্ছে। তাই আপাতত ভবনটি বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, এর সঙ্গে জড়িত যারা, তাদের সবাইকে শাস্তি পেতে হবে।

এর আগে, বনানীর ১৭ নম্বর রোডে এফ আর টাওয়ারে দ্বিতীয় দিনের মত উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল ৯টা থেকে এই উদ্ধার কাজ শুরু হয়েছে। ভবনটির সামনে ও পেছনে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

শুক্রবার সকালে ভবনটিতে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা প্রবেশ করেন। তারা ঘুরে দেখেন এবং অভিযানে থাকা ফায়ারকর্মীদের নির্দেশনা দেন।

সারাবাংলা/এসএ/জেএএম

আগুন এফ আর টাওয়ার বনানী

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর