Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে আগুনের ঘটনায় ১৩ জন নিখোঁজের দাবি স্বজনদের


২৮ মার্চ ২০১৯ ২১:০৯ | আপডেট: ২৮ মার্চ ২০১৯ ২১:১৬

বনানী অগ্নিকাণ্ডে স্বজন হারিয়েছেন ইনি..

ঢাকা: রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার ঘটনায় অন্তত ১৩ জনের খোঁজ মিলছে না বলে দাবি করেছেন নিখোঁজদের স্বজনরা।

নিখোঁজরা হলেন- বনানীর নাজমুল হাসানের ছেলে রেজাউল করিম কাজী (৪২), ক্যান্টনমেন্টের ফয়জুল ইসলামের ছেলে হিরু (৫০), উত্তরা ৬নং সেক্টরের মজিবুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৫০), পাটগ্রামের আবু বকর সিদ্দিক বাচ্চুর ছেলে তানজির সিদ্দিক আবীর, রংপুর পীরগঞ্জের মৃত আবদুল রশীদ মুন্সীর ছেলে মো. মোস্তাফিজুর রহমান (৪০), তানজির আবির, সালাউদ্দিন (৩০), নজরুল ইসলাম, জাফর আহমেদ, জসিম উদ্দিন, রেজাউল করিম রাজু, এসকে জেরিন বৃষ্টি (২৯) ও জেবুনেচ্ছা (২৭)।

বিজ্ঞাপন

আরও পড়ুন: এফআর টাওয়ারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস

তাদের পরিবারের স্বজনেরা বিভিন্ন হাসপাতাল ও বনানীতে এসে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও প্রশাসনের কাছে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান দাবি করেন।

এর আগে, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর পৌনে ১টায় আগুন লাগে ২১ তলার এফ আর টাওয়ারে । ফায়ার সার্ভিসের ধারণা ৭ম অথবা ৮ম তলা থেকে আগুনের সূত্রপাত হয়।  প্রেস ব্রিফিং-এ ফায়ার সা‌র্ভিসের উপ-প‌রিচালক দিলীপ কুমার ঘোষ বলেন, নিহতের সংখ্যা ১৯ আর আহত ৭০।

সারাবাংলা/ইউজে/এনএইচ

অগ্নিকাণ্ড এফ আর টাওয়ার বনানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর