Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ না দেওয়ায় নোটিশ


২৩ জানুয়ারি ২০১৮ ১৫:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

আদালতের নির্দেশনার পরও শিশু জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ না দেওয়ায় আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রেলওয়ে ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে ১৪ দিন সময় দিয়ে মঙ্গলবার (২৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আবদুল হালিম এই লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশ প্রেরণকারী আইনজীবী সারাবাংলাকে জানিয়েছেন, প্রায় তিন বছর আগে পরিত্যাক্ত পাইপের ভেতর পড়ে শিশু জিহাদের মৃত্যু হয়। এর পর ওই ঘটনায় হাইকোর্ট তার পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। রায়ে ৯০ দিনের সময় দেওয়া হয়। কিন্তু আদালতের দেওয়া ৯০ দিন সময় পার হলেও ক্ষতিপূরণের টাকা না দেওয়ায় বিবাদীদের প্রতি নোটিশ পাঠানো হলো।
ক্ষতিপূরণের টাকা ১৪ দিনের মধ্যে না দিলে আদালত অবমাননার মামলা করা হবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি শিশু জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। গত ৯ অক্টোবর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের  ৯০ দিনের মধ্যে রেলওয়ে ১০ লাখ টাকা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুল  হালিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।

২০১৪ সালের ২৮ ডিসেম্বর জিহাদের পরিবারের জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে চিল্ড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম হাইকোর্টে রিটটি দায়ের করেন।

সারাবাংলা/এজেডকে/এনএস