Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জালভোট দেওয়ার সময় সহকারী প্রিসাইডিং অফিসার আটক


২৪ মার্চ ২০১৯ ১৪:১৭

মানিকগঞ্জ: জালভোট দেওয়ার সময় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এক সহকারী প্রিসাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নে খাঁ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক ওই কর্মকর্তার নাম রুহুল আমিন। তিনি দৌলতপুরের খোর্দ ছাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার (ইউএনও) আবদুল মোমিন জানান, ব্যালট পেপার ছিঁড়ে জালভোট দিয়ে বাক্স ভরার চেষ্টা করছিলেন রুহুল আমিন। বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তারা তাকে আটক করে। পরে বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে রুহুল আমিনকে আটক করা হয়।

এদিকে ভোটে কারচুপির অভিযোগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদের ও আমিনুর রহমান ভোট বর্জন করেছেন।

মানিকগঞ্জ জেলা প্রশাসক প্রশাসক এসএম ফেরদৌস জানান, ওই উপজেলার জিয়নপুর ২৭ নং ভোট কেন্দ্রে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে কেন্দ্রটির সহকারী প্রিসাইডিং অফিসার আটক হয়েছেন।

সারাবাংলা/এমএইচ

আটক জালভোট মানিকগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর