Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জার্মানিতে হামলার পরিকল্পনাকারী ১০ জনকে গ্রেফতার


২৩ মার্চ ২০১৯ ১৭:৫৭

জঙ্গি হামলার পরিকল্পনা করা দশ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে জার্মান পুলিশ। আটকরা যত বেশি সম্ভব ‘অবিশ্বাসী’কে হত্যার পরিকল্পনা করছিল। খবর বিবিসির।

এই ঘটনার মূল হোতা হিসেবে ভাবা হচ্ছে ওয়াইজবেডেনের দুই সহোদরসহ তিনজনকে। তবে ওই গ্রুপটিতে বেশ কয়েকজন জার্মান নাগরিকও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: বুর্জ খলিফায় আলোকিত আর্ডন

হামলার পরিকল্পনাকারী এই চক্রটিকে ধরতে দুই শ পুলিশের একটি দল অভিযান চালায় হেসে রাজ্যে। সরকারের কৌঁসুলি জানান, পরিকল্পনাকারীরা হামলার জন্য অস্ত্র ও গাড়ি সংগ্রহের কাজও সেরে ফেলেছিল।

অভিযানে কয়েকটি ছোড়া, কাগজপত্র, ইলেকট্রনিক ডিভাইস ও ২০ হাজার ইউরো জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

জার্মানিতে বিগত বছলগুলোতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এর মধ্যে, ২০১৬ গাড়ি হামলা ছিল সবচেয়ে ভয়াবহ। আনিস আমিরি নামে এক তিউনিশিয়ান জনাকীর্ণ এলাকায় গাড়ি তুলে হত্যা করে ১২ জনকে। চারদিন পর হামলাকারীকে গুলি করে হত্যা করা হয় ইতালিতে।

সারাবাংলা/এনএইচ

গ্রেফতার জার্মানি হামলার পরিকল্পনাকারী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর