মাদক আনা-নেওয়ায় ‘পিস্তল’ ব্যবহার করত টুটুল
২৩ মার্চ ২০১৯ ১৩:০৬ | আপডেট: ২৩ মার্চ ২০১৯ ১৪:১১
রাজশাহী: মাদকদ্রব্য আনা-নেওয়ার জন্য পিস্তল ব্যবহার করত পুলিশের হাতে আটক হওয়া টুটুল বিশ্বাস (২৭) নামে এক মাদক বিক্রেতা। নিজেই পুলিশকে সে এ তথ্য জানিয়েছে।
শনিবার (২৩ মার্চ) ভোরে রাজশাহীর বাঘা থানা পুলিশ তাকে আটক করে। টুটুল পাবনা জেলার সুজানগরের দুলাই গ্রামের আসলাম বিশ্বাসের ছেলে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মহাসিন আলী জানান, টুটুল একজন মাদক ব্যবসায়ী। সে সিএনজি চালিত অটোরিকশার চালক। সীমান্ত থেকে মাদক নিয়ে যাওয়ার কাজে সিএনজিটি ব্যবহার করে আসছিলো। শনিবার ভোর পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা উপজেলার জোতনাসি মোড়ে তাকে আটক করা হয়। এ সময় সিএনজির ভেতরে তল্লাশি চালিয়ে ফেনসিডিল উদ্ধার করা হয়।
তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সারাবাংলা/এমএইচ