Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার দাউদকান্দিতে দীর্ঘ যানজট


২২ মার্চ ২০১৯ ০৮:০১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু ও মুন্সীগঞ্জের মেঘনা সেতুর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর থেকে এ যানজট লেগে আছে। মহাসড়কের এ অংশে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার রাতে মেঘনা সেতুর উপর দুটি ট্রাক বিকল হয়। এ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। এক ঘণ্টা পর হাইওয়ে পুলিশ বিকল গাড়িগুলো সরালে যানবাহন চলাচল শুরু হয়।

বিজ্ঞাপন

এদিকে বৃহস্পতিবার দুপুর থেকে মহাসড়কে যাত্রীদের চাপে যানবাহন বেড়ে যায়। মহাসড়কের ফোর-লেনের যানবাহনগুলো সেতুতে উঠতে গিয়ে টু-লেন হওয়ায় ধীর গতি হয়। এতে যানবাহনের সারি দীর্ঘ হয়ে যানজটের সৃষ্টি হয়।

হাইওয়ে ও জেলা পুলিশ যানজট নিরসনে কাজ করছে। যানজটে আটক পড়ে হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছে।

সারাবাংলা/এমআরপি

কুমিল্লা যানজট

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর