Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে কয়লা বোঝাই ট্রাকচাপাতে এক শ্রমিকের মৃত্যু


১১ মার্চ ২০১৯ ১৭:২৮

সড়ক দুর্ঘটনা

।।  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লায় কয়লা বোঝাই করা এক ট্রাকচাপায় রুহুল আমিন (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের। এই ঘটনায় মামলা দায়ের কথাও জানান তিনি।

সোমবার ( ১১ মার্চ ) দুপুর ১২টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকাতে এই দুর্ঘটনা ঘটে।  ট্রাকের চালক এই ঘটনার পরে পালিয়ে যায়। এই সময় স্থানীয়রা ট্রাকের চালকের সহকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

স্থানীয়রা জানান, ফতুল্লার ঢালীপাড়া এলাকায় আবেদ আলীর বাড়িতে চাড়া থাকতো মৃত রুহুল আমিন। তিনি ধর্মগঞ্জে ইসলামিয়া এন্টারপ্রাইজে কয়লা লোড-আনলোডের কাজ করতেন।

মৃত রুহুল আমিন কিশোরগঞ্জ জেলা নিখলী থানার জালালপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

সারাবাংলা/এসবি

নারায়ণগঞ্জ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর