Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে নৌকার নিরঙ্কুশ জয়


১০ মার্চ ২০১৯ ২১:৫৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাজশাহী: রাজশাহীর আট উপজেলা পরিষদের মধ্যে সবকটিতেই বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।

রোববার (১০ মার্চ) দিনব্যাপী ভোটগ্রহণের পর রাতে বেসরকারিভাবে বিজয়ীদের নাম জানা যায়। অবশ্য আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঘা ও মোহনপুরে নৌকা প্রার্থীরা আগেই জয় পেয়েছেন। রোববার গোদাগাড়ী, তানোর, বাগমারা, চারঘাট, পুঠিয়া ও দূর্গাপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ছয় উপজেলায়ও জয় পেয়েছেন নৌকার প্রার্থীরা।

বেসরকারি ফলাফলে জানা গেছে, দুর্গাপুর উপজেলায় ৩৫ হাজার ৩১১ পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ সরদার পেয়েছেন  ২৮ হাজার ৫৯১ ভোট।

চারঘাটে আওয়ামী লীগ প্রার্থী ফকরুল ইসলাম নৌকা প্রতীকে ৫১ হাজার ৩৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু সুলতান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪০১ ভোট।

তানোরে লুৎফর হায়দার রশীদ ময়না নৌকা প্রতীকে ৩৭ হাজার ২২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শরিফুল ইসলাম হাতুড়ি প্রতীকে পয়েছেন ৩৬ হাজার ৮৬৬ ভোট।

পুঠিয়া উপজেলায় ৩৯ হাজার ৯৫৭ ভোট পেয়ে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী জিএম হিরা বাচ্চু (নৌকা), তাঁর নিকটতম আনসার আলী (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৪৪৩ ভোট।

বাগমারায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন। এরমধ্যে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী অনিল কুমার সরকার নৌকা প্রতীকে পেয়েছেন ৩২২ হাজার ২৪৭ ভোাট। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাবুল হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৩৪ ভোট।

বিজ্ঞাপন

গোদাগাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৫০৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী বদিউজ্জামান আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৫০২ ভোট।

মোহনপুরে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আব্দুস সালাম পিপি ও বাঘায় আ.লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সারাবাংলা/এসএমএন

আওয়ামী লীগ উপজেলা পরিষদ নির্বাচন রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর