রাজশাহীতে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত
১০ মার্চ ২০১৯ ১৫:২৬ | আপডেট: ১০ মার্চ ২০১৯ ১৫:৩৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
রাজশাহী: রাজশাহীর একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এ সময় তিনজন পোলিং অফিসারসহ চারজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১০ মার্চ) দুপুর দেড়টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন, পোলিং অফিসার নাজমুল হক, মুকিদ আলী মাস্টার, নৌকার পোলিং এজেন্ট মাসুদ রানা ও আনারস প্রতীকের পোলিং এজেন্ট আমিনুল ইসলাম।
নির্বাচন কর্মকর্তা জানান, নৌকার পক্ষে ব্যালট পেপারে সীল মারার অভিযোগে জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ আল জামিয়াতুস সালাফিয়া আলিম মাদরাসা কেন্দ্রের ভোট স্থাগিত করা হয়েছে। তিনজন মিলে নৌকার পক্ষে ব্যালট পেপারে সিল মারছিল। বিষয়টি তৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে। তারা দ্রুত গিয়ে তাদের আটক করে বেশকিছু সিল মারা ব্যালট পেপার জব্দ করে। পরে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।
এদিকে, গোদাগাড়ী উপজেলার আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের পোলিং এজেন্ট আমিনুল ইসলাম নামে একজনকে আটক করেছে। এই আটকের বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মশিউর রহমান।
সারাবাংলা/এমএইচ