Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবস পালিত


১০ মার্চ ২০১৯ ১৩:০৬ | আপডেট: ১০ মার্চ ২০১৯ ১৩:০৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

লক্ষ্মীপুর: দুর্যোগ মোকাবিলায় প্রস্ততি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত হয়েছে।

রোববার (১০ মার্চ) সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা ত্রাণ ও পুনবার্সন অধিদফতর ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, জেলা পুলিশের বিশেষ শাখা (ডিআইওয়ান) ইকবাল হোসেনসহ অনেকে।

এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ

জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলা ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর