Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার পরিকল্পনায় পৌর মেয়রসহ ১১ জনকে কারাদণ্ড


৯ মার্চ ২০১৯ ১৯:১০ | আপডেট: ১০ মার্চ ২০১৯ ০৬:০৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেনসহ ১১ নেতাকর্মীকে আটকের পর পাঁচদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

তাদের বিরুদ্ধে একজন স্বতন্ত্র প্রার্থীর হয়ে ভোটের দিন নাশকতার পরিকল্পনা করতে তারা পৌরসভায় গোপন বৈঠক করছিল। এ খবর পেয়ে পুলিশ তাদের দুর্গাপুর পৌরসভা ভবন থেকে আটক করে।

জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজহার আলী, ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলী, পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মজনু, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি নুর হোসেন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোলাইমান আলী, পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, দৌলিয়া বাড়ি ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মেয়র তোফাজ্জাল হোসেনের ছেলে মনিরুজ্জজামান মনি, ভাগ্নে রবিউল ইসলাম রবিন ও আওয়ামী লীগ কর্মী সাকিল।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, ‘শুক্রবার মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ করার নির্দেশ রয়েছে। কিন্তু স্বতন্ত্রপ্রার্থী মজিদের সমর্থকরা বিধি ভঙ্গ করে বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিল। এ অপরাধে তাদের আটক করা হয়েছে। এ সময় মেয়র তোফাজ্জল হোসেনের কাছে তার লাইসেন্স করা অস্ত্র পাওয়া যায়। নির্বাচন কেন্দ্র করে অস্ত্র জমা দেওয়ার কথা থাকলেও তিনি জমা দেননি।

তাদের আটকের সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার হামিদ ও জর্জ মিত্র চাকমা উপস্থিত ছিলেন। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে পাঁচদিন করে কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালত রাজশাহী

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর