Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফায়ার সার্ভিসের ডিজি হলেন সাজ্জাদ হোসাইন


৮ মার্চ ২০১৯ ০৮:২৪ | আপডেট: ৮ মার্চ ২০১৯ ০৮:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। ফায়ার সার্ভিসের ডিজি হিসেবে দায়িত্ব পালন করে আসা ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খানের স্থলাভিষিক্ত হলেন তিনি।

বৃহস্পতিবার (৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়  থেকে এ বিষয়ে এক আদেশ জারি করা হয়েছে।

সেনা কর্মকর্তা সাজ্জাদ হোসাইনকে প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করে এ আদেশ জারি করা হয়।

এদিকে, আরেক আদেশে মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিনকে প্রেষণে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/টিআর