নবাবপুরে টায়ারের গোডাউনে আগুন, কাজ করছে ৩ ইউনিট
৭ মার্চ ২০১৯ ১৪:৫৯ | আপডেট: ৭ মার্চ ২০১৯ ১৬:১১
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর নবাবপুরে মানসী সিনেমা হলের সামনে একটি টায়ারের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার (৭মার্চ) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল তালুকদার। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে তিনটি ইউনিট কাজ করছে। আরও দুইটি ইউনিট ঘটনাস্থলের পথে রওনা হয়েছে।
রাসেল তালুকদার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, একটি টায়ারের গোডাউন থেকে আগুনের সূত্রপাত। তবে কেন আগুন লেগেছে বা এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।
সারাবাংলা/এসটি/এমএইচ